প্রাথমিক পরিচিতিঃ বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার। এই কক্সবাজার সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন হচ্ছে ১নং ইসলামপুর ইউনিয়ন। এটি পূর্বে অত্র ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়ন ২নং পোকখালী ইউনিয়নের অন্তর্ভূক্ত ছিল। পরবর্তীতে ১৯৮৯ সালে প্রশাসনিক সুবিধার জন্য এটি পোকখালী থেকে বিভক্ত হয়ে ইসলামপুর ইউনিয়ন হয়। প্রতিষ্ঠাকালীন অত্র ইউনিয়নের প্রথম চেয়ারম্যান ছিলেন ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূণিঝড়ে নিহত মরহুম জনাব নুরুল হক সাহেব। অত্র ইউনিয়নে প্রচুর পরিমাণে লবণ ও চিংড়ি চাষ হয়। এটি সারা বাংলাদেশে লবণ শিল্পের জন্য বিখ্যাত। তাই অত্র ইউনিয়ন কে শিল্প নগরী হিসেবে আখ্যায়িত করা হয়।
ইসলামপুর ইউনিয়নের আয়তন ২৫৮২ একর (১০.৪৫ বর্গ কিলোমিটার)। এটি কক্সবাজার সদর উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ইসলামপুর ইউনিয়নের লোকসংখ্যা ১৪,৭৫৮ জন। এর মধ্যে পুরুষ ৭,৭২৭ জন এবং মহিলা ৭,০৩১ জন। বর্তমানে এর জনসংখ্যা প্রায় ১৮,০০০।
কক্সবাজার সদর উপজেলার সর্ব-উত্তরে ইসলামপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে পোকখালী ইউনিয়ন, দক্ষিণে পোকখালী ইউনিয়ন ও ইসলামাবাদ ইউনিয়ন এবং পূর্বে ও উত্তরে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন অবস্থিত।
ইসলামপুর ইউনিয়ন কক্সবাজার সদর উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কক্সবাজার সদর মডেল থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ইসলামপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৩০.৬৩%।তবে শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ইউনিয়নে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে।
মাধ্যমিক বিদ্যালয়
মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
ইসলামপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরণের যানবাহনে যোগাযোগ করা যায়।
ইসলামপুর ইউনিয়নের পশ্চিম প্রান্ত দিয়ে নাপিতখালী খাল প্রবাহিত হয়ে মহেশখালী চ্যানেলে মিশেছে।[৫]
ইসলামপুর ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল ইসলামপুর বাজার এবং নতুন অফিস বাজার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস